বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পোরশায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
পোরশায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

নওগাঁর পোরশায় উন্মুক্ত লটারির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে ওএমএস ডিলার নিয়োগ করা হয়েছে। বুধবার বিকালে নিতপুর সরকারি খাদ্য গুদামের ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট খাদ্য গুদাম চত্বরে এ লটারী অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা ওএমএস ডিলার নিয়োগ কমিটির সভাপতি ইউএনও মো. আরিফ আদনান। এ সময় লটারী প্রক্রিয়ায় ছোট একজন ছেলের মাধ্যমে টিকিট তুলে ডিলার নির্বাচন করা হয়। ডিলার হিসাবে নিয়োগ পেয়েছেন বিষ্ণপুর বাজারের আশরাফুল ট্রেডার্স, কপালীর মোড়ের মনোয়ারা ট্রেডার্স ও নিতপুর বাজারের খাতিজা ট্রেডার্স।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামান, ব্যাবসায়ী শরিফুল ইসলামসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে