ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কাজের গতি বেড়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরের কাজে মোট বরাদ্দ প্রায় ৭০ কোটি টাকা। সেই বরাদ্দ টাকার বিভিন্ন প্রকল্প ইতোমধ্যে সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছে এবং কিছু প্রকল্পের কাজ চলমান রয়েছে। উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার যোগদানের পর থেকেই কাজের এমন গতি বেড়েছে বলছে সবমহল। তিনি ভালুকা উপজেলা হতে ২০২৪ সালের ১২ জুন ঈশ্বরগঞ্জ উপজেলা যোগদান করে ৮ জানুয়ারী ২০২৫ ইং উপজেলা সহকারী প্রকৌশলী এলজিইডি ময়মনসিংহ সদরে কর্মরত। উপজেলা এলজিইডি অফিস সুত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চলমান কাজের বিবরণের নথি থেকে পাওয়া তথ্য অনুসারে মোট বরাদ্দের মধ্যে শতকরা ৮০% কাজ বাস্তবায়ন হয়েছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত তথ্য অনুযায়ী প্রকল্প গুলো হলো গ্রামীন সড়ক, ব্রিজ কালভার্ট, অগ্রধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প, পলস্নী সড়কে গুরুত্বপূর্ণ ব্রীজ নির্মান প্রকল্প, উপজেলা ও ইউনিয়ন সড়কে কালবার্ট নির্মাণ প্রকল্প, বিভিন্ন স্কুল কমপেস্নক্স ভবন নির্মাণ প্রকল্প।
, গ্রামীন হাট-বাজার উন্নয়ন প্রকল্প। এছাড়াও গত অর্থ বছরের রক্ষাণাবেক্ষণের কাজ শেষ করা হয়েছে। উপজেলাব্যাপী চলমান কাজের গতি আনয়ণ করা হয়েছে। বিভিন্ন ব্রিজ সমাপ্ত করা হয়েছে এবং উপজেলা ব্যাপী অসমাপ্ত হাট-বাজারের কাজের গতি আনয়ন করা হয়েছে।