বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
থাই গেম ও ভিসা প্রতারকদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ
নীলফামারীতে কিশোরগঞ্জে থাই গেম ও ভিসা প্রতারক চক্রের সম্রাটের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ -যাযাদি

নীলফামারীর কিশোরগঞ্জে থাই গেম ও ভিসা প্রতারক সম্রাট সাহাবুল'র দৃষ্টান্তমূলক শাস্তি এবং অন্য প্রতারক হোতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।

উপজেলা বিএনপি, জামায়াতে, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খেলাফত মজলিস, সুধী সমাজ, সাংবাদিক, শিক্ষার্থী এ মানববন্ধন ও বিক্ষোভ করে। কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুলস্নাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের অন্যতম ও সূরা সদস্য মঞ্জুরুল ইসলাম রতন, সদর ইউপি জামায়াতের আমীর শিব্বির আহমেদ, জাতীয় নাগরিক কমিটির নাজমুল হুদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঞাফেজ ফিরোজ, উপজেলা জামায়াতের টিম সদস্য ওয়ারেজ আলী, খেলাফত মজলিসের হাফেজ শরিফুল, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ,সিনিয়র সহ-সভাপতি নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু প্রমুখ। সঞ্চালনা করেন জাতীয় নাগরিক কমিটির সংগঠক আব্দুল কাইয়ুম।

বক্তরা বলেন- সাহাবুলকে গ্রেপ্তার করা হলেও পুরাতন মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাসহ তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। থাই গেম ও ভিসা প্রতারণা করে প্রতারক চক্রটি প্রবাসীদের নিঃস্ব করছে। তাই এ প্রতারক চক্রটির হোতাসহ সব সদস্যকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকল প্রতারক হোতা ও সদস্যদের গ্রেপ্তার করা না হলে আগামীতে ঘেরাও কর্মসুচি দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে