ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে চার ড্রেজার জব্দসহ চারজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে, নরসিংদীর মাধবদীতে লাইসেন্স নবায়ন না করায় আমেনা ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারজনকে আটক করে ১৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়েছে।
গত বুধবার দুপুরে উপজেলার কানাইনগর এলাকায় মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন- মো. সোহাগ- (২০), নীরব মিয়া-(১৯), শাহীন মিয়া-(৩২) ও মো. আবদুলস্নাহ-(২৪)। তারা সবাই বালু উত্তোলনের সঙ্গে জড়িত।
জানা গেছে, উপজেলার মেঘনা নদীর মরিচাকান্দি ও কানাইনগর এলাকা থেকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার একটি বালুখেকো চক্র গত ২মাসেরও বেশি সময় ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। রায়পুরা উপজেলার আলোকবালী ইউনিয়নের একটি চক্রের নেতৃত্বে রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধরাভাঙ্গা এলাকায় রায়পুরা উপজেলার আরেকটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এর প্রেক্ষিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সময় কানাইনগর থেকে চারটি ড্রেজার জব্দ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আটক চারজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মাধবদীতে আমেনা ডাইংকে বিএসটিআই'র মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার বিকালে মাধবদীর বিরামপুরে অবস্থিত আমেনা ডাইংকে বিএসটিআই এই জরিমানা করে।
নরসিংদী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্টেট রাফিউর রহমান জানান, ডাইনিংটি ১০ বছর ধরে লাইসেন্স নবায়বন না করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং দ্রম্নত সময়ের মধ্যে লাইসেন্স নবায়ন করার জন্য বলা হয়েছে। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা, মাধবদী থানা পুলিশ ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।