খুলনার ডুমুরিয়ায় খাবারে ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদেরকে অচেতন করে নগদ টাকাসহ সাড়ে চার লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জিলেরডাঙ্গা গ্রামে উত্তম তরফদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
উত্তম মন্ডল বলেন, 'সে দিন জাবড়ায় নামযজ্ঞে ছিলাম, তাই রাতে বাড়িতে ভাত খাইনি। রাত ১১টার দিকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি। রাত অনুমান ৩টার দিকে আমার ভাইয়ের বৌ মীরা বিশ্বাস ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে লোকজন। এ সময় সে চিৎকার দেয়। দ্রম্নত উঠে পড়ি আমি। দেখি ঘরের মধ্যে সবকিছু এলোমেলো অবস্থায় ফেলানো। অচেতন অবস্থায় পড়ে আছে আমার মা মনরমা তরফদার ও ভাই কাজল তরফদার।
তিনি আরও বলেন, 'চোরেরা পালানোর সময় তাদের পায়ের স্যান্ডেল, ১টি রেঞ্জ ও ১টি স্ক্রু-ড্রাইভার ফেলে রেখে গেছে। তিনি বলেন, ঘরে হারির টাকা বাবদ রাখা নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ ৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণের অলঙ্কার নিয়ে গেছে চোরেরা।'
থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, চুরির ঘটনা শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।