বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

মানুষের উপকারের জন্য রাজনীতি করছি -সাইয়েদুল আলম

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
মানুষের উপকারের জন্য রাজনীতি করছি -সাইয়েদুল আলম

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, 'ক্ষমতা চিরস্থায়ী নয়।' গত বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরের চাবাগান বাজারে বোয়ালী ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধনকালে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, 'আমি এলাকার উন্নয়ন করতে আসছি ক্ষণিকের দুনিয়ায় মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। যে কেউ রাজনীতি করতে পারে, রাজনীতি করা কোনো অপরাধ নয়, আপনি রাজনৈতিক দলের হয়ে অন্যায়, জুলুম মানুষের জায়গা দখল, ঘর দখল, চাঁদাবাজি করার অধিকার আপনার নাই। আমি বিশ্বাস করি, রাজনীতি করতে যারা আসছি তারা মানুষের উপকার করার জন্য এসেছি।'

বোয়ালী ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বিধান চন্দ্র বর্মণ, গাজীপুর জজ কোর্টের অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আবুবকর সিদ্দিকি, অ্যাডভোকেট আনিসুর রহমান, কাজী সামসুল আলম বাদল প্রমুখ।

বোয়ালী ইউনিয়নসহ কালিয়াকৈর উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে