বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসে নবনির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ

টঙ্গী প্রতিনিধি
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসে নবনির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ

গাজীপুরের টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মফিজ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের সাবরেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল। শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। এ সময় নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বকুল, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, হোসেন আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান স্বপন, এনামুল সরকার, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন, দপ্তর সম্পাদক ইব্রাহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ওয়াদুদ হোসেন, প্রচার সম্পাদক ফারুক হোসেন, সদস্য- আল আমিন মিয়া, কেএম নজীবুলস্নাহ জনি, ফারুক হোসেনসহ অন্যরা শপথ বাক্য পাঠ করেন। জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার বলেন, 'সাবরেজিস্ট্রি অফিসে এসে সেবা প্রত্যাশীরা যেন হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে