বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে আড়াইহাজারের কৈয়াবিল

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে আড়াইহাজারের কৈয়াবিল

দিনে দিনে ভরাট হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সুপরিচিত কৈয়াবিল। চারদিকে মাটি ভরাট করে আবাসিক-অনাবাসিক স্থাপনা নির্মাণ ও বাসস্থানের অভাব পূরণে নতুন নতুন বাড়িঘর ও শিল্প কারখানা তৈরির ফলে বিলুপ্তির পথে জলাধারটি। নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌরসভা, ফতেপুর, হাইজাদী এবং ব্রাহ্মন্দী ইউনিয়ন বেষ্টিত কয়েকশ' একর এলাকাজুড়ে একটি জলাধার।

এক সময় দেশীয় মাছ শিকারি নানা রকম বক, সারস, মাছরাঙা ইত্যাদি পাখির কলরবে মুখর থাকত প্রসিদ্ধ এ কৈয়াবিল। এখন আর অতিথি পাখি তেমন একটা আসে না। মাঝে মাঝে দু-একটা বক সারস ছাড়া অন্য কোনো পাখিও দেখা যায় না। বর্ষায় আকাশে মেঘ থাকলে পানিতে টইটম্বুর এ বিলের মাঝ খান দিয়ে নৌকা আসা-যাওয়া করতে ভয় পেত। নদীর চেয়ে বেশি ঢেউয়ের উৎপত্তি হতো এ কৈয়াবিলে। আড়াইহাজার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সরকারি ছুটির দিন বিধায় তার সাক্ষাৎ পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে