বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বদলগাছীতে বিলপ্তির পথে দেশীয় মাছ

হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ)
  ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বদলগাছীতে বিলপ্তির পথে দেশীয় মাছ

নওগাঁর বদলগাছীতে হারিয়ে যাচ্ছে দেশীয় কৈ, মাগুরসহ বিভিন্ন প্রজাতীয় মাছ।

বদলগাছীর প্রতিটি খাল-বিল ডোবায়, প্রায় সব খানেই পাওয়া যেত কৈ মাগুর, শিং, শোয়াল, আজলাসহ বিভিন্ন ধরনের দেশীয় প্রজাতি মাছ। সেখান থেকেই জেলেরা মাছ ধরে বিক্রি করত শহর, বন্দরের বাজারে।

দলগাছী সদরে অবস্থিত ডাংগির বিলের জেলেরা জানান, এই বিলে ১০ বছর আগেই বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত অনেক। মাছ ধরে বিক্রি করে আমরা ছেলেমেয়েদের লেখাপড়া ও পরিবার চালাতাম। বর্তমানে নিজেরাই দেশীয় মাছের স্বাদ ভুলে যেতে বসেছি। কর্মক্ষম হয়ে পড়েছে উপজেলার শত শত জেলে পরিবার।

দেশীয় প্রজাতির মাছগুলো সংরক্ষণ না করলে তা ভবিষতে বিলুপ্ত হয়ে যেতে পারে। এই মাছগুলো প্রজাতি ধ্বংসের মূল কারণ। অবাদে ফসলের জমিতে ক্ষতিকর সার ও কীটনাশক ব্যবহার। এছাড়া বিভিন্ন অজুহাতে এক শ্রেণির জনপ্রতিনিধিরা প্রশাসনিক কর্মকর্তাদের যোগসাজশে প্রাকৃতিক জলাশয়গুলো ভরাট করে নিজেদের আখের গোছানোর জন্য অযৌক্তিক প্রকল্প বাস্তবায়ন করছে। মৎস্য আইন কঠোরভাবে প্রয়োগ করার প্রয়োজন বলে মনে করেন এলাকার সচেতন মহল ও পরিবেশ বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে