মোহনগঞ্জে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে রাফিউল হক মাহিন নামে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তার সঙ্গে থাকা দুইটি মোবাইল ফোন, নগত টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
বৃহস্পতিবার রাত আটটার দিকে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কের সিংধার মোড় নামক এলাকার নির্জন একটি স্থানে ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটে।
পরে স্থানীয়রা আহত কলেজপড়ুয়া ওই ছাত্রকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নঙ্ েনিয়ে ভর্তি করায়।
আহত কলেজ শিক্ষার্থী রাফিউল হক মাহিন পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, 'বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে ওই এলাকায় টহল পুলিশ কাজ করছে।'