গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মমিরুল ইসলাম ইমদাদুল (আনারস) ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান মিনু (দোয়াত কলম) ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দিনগত রাত ১০ দিকে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মাহমুদ হাসান ও প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মুসছুর আলী। তিনি এ ফলাফল ঘোষণা করেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম (গরুর গাড়ি) ৭১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নুরুন্নবী সুজন (মোটর সাইকেল) ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ১১টি পদের মধ্যে ৪টি পদের নির্বাচনের জন্য মোট ১০ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যান্য ৭টি পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
তারা হলেন, সহ-সভাপতি মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মুন্সি, ধর্মীয় সম্পাদক হাফেজ মো. আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, কার্যকরী সদস্য মিলন মিয়া।