লক্ষ্ণীপুরের রায়পুরে স্মার্ট স্কুলের শিক্ষার্থীদের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল ৯টা থেকে রায়পুর শহীদ মিনার সংলগ্ন স্মার্ট স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
ফুলে সজ্জিত ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন রায়পুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ফজলুল করিম। এ সময় থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া, স্কুল পরিচালক সায়েম চৌধুরী, সাংবাদিক তাবারক হোসেন আজাদ, প্রধান শিক্ষক মাহিনুর আলম মিশু উপস্থিত হয়ে পিঠার স্টলগুলো ঘুরে দেখেন।
পঞ্চম শ্রেণির ছাত্রী তাবাসসুম বিনতে জানায়, 'পিঠাগুলো আমরা নিজ হাতেই বানিয়েছি। অবশ্যই মা ও অন্যদের সহযোগিতা নিতে হয়েছে।'
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাইনুর আলম মিশু বলেন, সবগুলো পিঠা অভিভাবকদের সহযোগিতায় শিশু শিক্ষার্থীরা বানিয়েছে। আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা দারুণভাবে উপভোগ করেছেন। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, 'গ্রামীণ ঐতিহ্য ধারণে স্মার্ট স্কুলের এ আয়োজন প্রশংসনীয়।'