গাজীপুরের কালীগঞ্জে সমলয় চাষাবাদ কার্যক্রমের আওতায় বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর বস্নকের চুপাইর গ্রামে ৫০ একর জমিকে ঘিরে কৃষকদের এ ব্যস্ততা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উফশি জাতের সমলয় চাষাবাদ কার্যক্রমের অন্তর্ভুক্ত ৫০ একর জমির জন্য কৃষকদের মাঝে ৬শ কেজি বোরো ধানের বীজ ও ৪ হাজার ৫শ ট্রে বিতরণ করা হয়েছে।
কৃষকরা জানান, ট্রেতে বীজতলা করতে পারলে ধানের চারা সতেজ ও সুন্দর হয়। আগাম বীজতলার চারা রোপণ করলে ধানের ফলন ভালো হবে। কারণ এতে সময় ও খরচ বাঁচে। কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, 'সমলয় চাষাবাদের মূল উদ্দেশ্য হলো কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির। কারণ বর্তমানে কৃষি শ্রমিকের সংখ্যা কমে যাচ্ছে, তাই যন্ত্রের মাধ্যমে ধানের বীজতলা তৈরি, রোপণ ও কাটা হলে সময় ও খরচ বাঁচবে। পাশাপাশি ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে।'