চট্টগ্রামের আনোয়ারা, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ থেকে হত্যাকান্ডের প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে রিপন দাশ (২৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা জেলেপাড়া এলাকা কোতোয়ালী, কর্ণফুলী ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রিপন দাস কোতোয়ালী থানাধীন পাথরঘাটা হরস চন্দ্রলেন সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। সে নগরীর চকবাজারে মেডিসিন শপ নামের একটি ফার্মেসিতে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহ্বায়ক কয়েকটি মামলার এজাহার নামীয় আসমি আতাউস সামাদ বাবু (২৯)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টার দিকে কাশিমনগর থানার এসআই সোহেল রানা চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুর রউফের ছেলে। পুলিশ জানায়, ৪ ও ৫ আগস্ট মাধবপুর উপজেলার কয়েকটি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আতাউস সামাদ বাবুর নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলা, মারধর, কয়েক কোটি টাকার সরকারি সম্পত্তি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগে মাধবপুর থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। তাছাড়া আরও কয়েকটি মামলার এজাহারে তার নাম রয়েছে।
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে চাঞ্চল্যকর কিশোর মোস্তাকিন হত্যাকান্ডের প্রধান আসামি রায়হান উদ্দীন (২২)কে গ্রেপ্তার করেছের্ যাব। শুক্রবার দুপুরের্ যাব ৯ সিলেট এবং পুলিশের যৌথ অভিযানে সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি রায়হান উদ্দীন নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের আব্দুল খালিকের ছেলে।