বিআরটি লেইনে বিআরটিসির এসি বাস চালু
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বাসর্ যাপিড ট্রানজিট (বিআরটি) লেইনে পরীক্ষামূলকভাবে এয়ারপোর্ট থেকে শিববাড়ী, গাজীপুর পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। ওই রুটটি সম্প্রসারিত আকারে শুক্রবার থেকে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে শিববাড়ী, গাজীপুর পর্যন্ত যাতায়াত করবে। গুলিস্তান-শিববাড়ী, গাজীপুর রুটের স্টপেজগুলো হলো- গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, এয়ারপোর্ট, কলেজ গেইট, বোর্ডবাজার, ভোগড়া, শিববাড়ী (গাজীপুর)। সংবাদ বিজ্ঞপ্তি