আসন্ন অর্থনৈতিক শুমারিতে ব্যাংকগুলোকে সহায়তার নির্দেশ

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
আসন্ন অর্থনৈতিক শুমারিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক সার্কুলারে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো (বিবিএস) কর্তৃক আগামী ১০ ডিসেম্বর ২০২৪ হতে ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত দেশব্যাপী অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। উক্ত কার্যক্রমে দেশের সব অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে। এ শুমারি হতে প্রাপ্ত তথ্য-উপাত্ত দেশের অর্থনৈতিক অবস্থার বিস্তারিত চিত্র তুলে ধরবে, যা নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনৈতিক শুমারি ২০২৪ সুষ্ঠু ও সূচারুরূপে সম্পাদনের লক্ষ্যে তথ্য প্রদানসহ শুমারিকর্মীগণকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো। আগামী ১০ ডিসেম্বর অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে ১৫ দিন। এবারের শুমারিতে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পরপর এমন শুমারি করে বিবিএস। ইতোমধ্যেই প্রচারসহ অন্যান্য প্রস্তুতিও শেষ করেছে সংস্থাটি। এবারের অর্থনৈতিক শুমারিতে ৬৫টি প্রশ্ন ওঠে আসবে। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে 'ক্যাপি' পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হবে। ইতোমধ্যেই লিস্টিংয়ের মাধ্যমে ১ কোটি ২২ লাখ ইউনিট চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে এবং এর বাইরে থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এবার শুমারিতে প্রথমবারের মতো দেশে কয়েকজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের পদে কত জন কর্মরত আছেন এবং এদের নারী-পুরুষ কত জন সেসব তথ্য তুলে ধরা হবে।