সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
প্রতিনিধি
আর্থিক সহায়তা
ম লক্ষ্ণীপুর প্রতিনিধি
লক্ষ্ণীপুরে ছাত্র জনতার গণ-অভু্যত্থানে শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের ব্যানারে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আহমেদ কবীর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার প্রমুখ।
মতবিনিময়
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দীন, মো. সম্রাট হোসেন ও উপজেলার ৮টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশ প্রমুখ।
কমিটি গঠন
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় দেওয়ান বাজারস্থ কার্যালয়ে অধিবেশনে নবনির্বাচিত জেলা আমীর জেলা শুরার সদস্যদের সঙ্গে পরামর্শ করে নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরীকে আমীর ও অধ্যক্ষ বদরুল হককে সেক্রেটারি করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করেন। এ ছাড়া অন্যান্যরা হলেন- সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, সাবেক বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা নুরুল হোসাইন ও অধ্যাপক
মাহমুদুল হাছান।
টিসিবি কার্ড বিতরণ
ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদে জন্ম-মৃতু্য নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত ও টিসিবি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বাহারছড়া স্কুল মাঠে জালালাবাদ ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি। যুবনেতা মামুন সিরাজুল মজিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ওসি মছিউর রহমান, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, ঈদগাঁও স্বাস্থ্য কমপেস্নক্সের উপসহকারী ডা. তৃণা সাহা, জালালাবাদ প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন, মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও ইউপি সদস্য মুজিবুর রহমান প্রমুখ।
বীজ বিতরণ
ম মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনার রাসায়নিক সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিস কর্তৃক এক উদ্বোধনী অনুষ্ঠান ও কৃষকদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান তাওহীদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি অফিসের উপ সহকারী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকদের নানাবিধ সমস্যা সম্পর্কে মতামত জানা হয়। পরবর্তীতে মাঠপর্যায়ে তালিকাভুক্ত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
'অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের রাজৈরে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজের চতুর্থ তলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ হাসিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান বু্যরোর রাজৈর পৌরসভার প্রশিক্ষক নাজনীন জাহানসহ পৌর এলাকার ৯টি ওয়ার্ডের সকল তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।
সৌজন্য সাক্ষাৎ
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তাসহ টঙ্গীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াতে ইসলামীর আমীর আনোয়ার হোসেন ভূইয়া। বুধবার রাত্রে টঙ্গী মেট্রো পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পশ্চিম থানার নব নির্বাচিত আমীর আনোয়ার হোসেন ভূঁইয়ার নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত দায়িত্বশীল নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার অন্যতম নেতা ও টঙ্গী পশ্চিম থানা সদ্যবিদায়ী আমীর নেয়ামত উলস্নাহ শাকের।
সম্প্রীতি সমাবেশ
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
'সম্প্রীতির ঐকতানে গাহি সাম্যের গান' প্রতিপাদ্যে টাঙ্গাইলে সব ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা পুলিশের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইনসের মালটিপারপাস শেডে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) মো. শরফুডিদ্দন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. শফিকুল ইসলাম রিপন, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার।
চাল সংগ্রহ
ম মেহেরপুর প্রতিনিধি
\হমেহেরপুরে শুরু হয়েছে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। বৃহস্পতিবার সকালে শহরের জেলা খাদ্যগুদামে জেলা প্রশাসক সিফাত মেহনাজ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মধ্য দিয়ে ধান সংগ্রহ অভিযান শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার এমএম ইকবাল হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুলস্নাহ আল মামুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমতিয়াজ হোসেন। এক হাজার ৯৫ মেট্রিক টন চালের জন্য ১৩ জন মিলার সরকারিভাবে চুক্তিবদ্ধ হয়েছেন।
মতবিনিময় সভা
ম শেরপুর প্রতিনিধি
শেরপুরে আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে স্টেকহোল্ডারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুওে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রজনীগন্ধায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাব শেরপুর জেলার সাধারণ সম্পাদক হাকিম বাবুল, কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন।
অ্যাডভোকেসি সভা
ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুর পৌরসভায় বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে সখীপুর পৌর সভার স্যানিটেশন উপ-আইন প্রণয়ন ও বাজেট অ্যাডভোকেসি সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুলস্নাহ আল রনী। এ সময় আরও উপস্থিত ছিলেন থানার ওসি জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন মুকুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, ওয়াশ কো-অর্ডিনেটর (সেন্ট্রাল) প্রিন্স দে রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মো. শফিকুল আলম।
আলোচনা সভা
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় ২০২৩-২০২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় কারা নির্যাতিত নেতাদের সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মান্দা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে সভায় সভাপতিত্ব করেন ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি রওশন আলম। নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এমএ মতিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু প্রমুখ।
\হইসলামিক কর্নার
ম কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কোটচাঁদপুরে পূবালী ব্যাংক পিএলসি উপশাখার পূবালী ইসলামিক কর্নার উদ্বোধন করা হয়েছে। বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি উক্ত ব্যাংকের খুলনার উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান শেখ মো. সামছুদ্দোহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক মো. আল-অমিন বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আহম্মদ আলী, সাইফুর রহমান, তোতা মিয়া, মুকুল খান, সেলিম কায়সার। এ ছাড়াও উপস্থিত কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শের আলী, মাওলানা নুরুন নবী আশিকি ও হাফেজ মাওলানা ইমরান হোসেন কাজল।
মৃত্তিকা দিবস পালিত
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ ইউপির মথুরাপুর প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়। বারসিকের উদ্যোগের্ যালি শেষে মাটি, পানি, পরিবেশ, কৃষি, জৈব প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে কৃষি নারী সংগঠনের সভাপতি সরমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাছুম বিল্যা, মুন্সীগঞ্জ কলেজের প্রভাষক আশুতোষ মন্ডল, সুন্দরবন প্রেস ক্লাবের সম্পাদক মাসুম বিল্যা, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদ্দার, কৃষক ভূধর মন্ডল, গোবিন্দ মন্ডল প্রমুখ।