রূপগঞ্জে নিরাপত্তাহীনতায় সাংবাদিকরা

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাঙ্গীর মাহমুদ ও মীর শফিকুল ইসলামের উপর হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কমসূচি করাকে কেন্দ্র করে মাসুদুর রহমান (কাইলস্না মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা আরও বেপরোয়া উঠেছে। হোন্ডা মহড়া দিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। এলাকায় প্রকাশ্যদিবালোকে মহড়া ও ঘুরে বেড়ালেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করছে না। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন রূপগঞ্জের গণমাধ্যমকর্মীরা। রূপগঞ্জের প্রেস ক্লাবে হামলার আশঙ্কায় ও জীবনের নিরাপত্তা চেয়ে গত বুধবার রাতে ক্লাবের পক্ষ থেকে বাংলাভিশন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার খলিল সিকদার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি জিডি করেন। বাংলাভিশন টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ও দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার খলিল সিকদার অভিযোগ করে জানান, ছাত্রদলের নাম ভাঙিয়ে মাসুদুর রহমান (কাইলস্না মাসুদ) ওরফে সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এ বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অপরাধ দিয়ে সংবাদ প্রকাশ করায় এবং ক্ষতিপূরণ বাবদ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় গত ১৭ নভেম্বর ও ১ ডিসেম্বর দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদের উপর দুই দফায় হামলা, নির্যাতন ও গুলি বর্ষণের ঘটনা ঘটায় সুটার মাসুদসহ তার বাহিনীর সদস্যরা। এছাড়া ২৯ ডিসেম্বর রাতে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলামের উপরও হামলা চালায় এ বাহিনীর সদস্যরাই। মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী হাসান জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।