গৌরীপুরে ১৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুনের (৫৪) বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা জব্দ করে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন ত্রিশঘর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের (গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল) ইনচার্জ মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, 'সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।'