ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ছাত্রদলের শীর্ষ তিন নেতা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়েছে।
বুধবার ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আল আদিন সরকার লিমন এ নোটিশ প্রদান করেন।
কারণ দর্শানো নোটিশপ্রাপ্ত তিন নেতা হলেন- তারাকান্দা উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও সদস্য সচিব সাদ্দাম হোসেন। নোটিশে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামীকাল (৫ ডিসেম্বর ২০২৪) বিকাল ৫টার মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন ও সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদের নিকট স্বশরীরে হাজির হয়ে কারন দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো।
উপজেলা ছাত্রদলের একটি সূত্র জানিয়েছে, বুধবার ছাত্রদলের একটি কর্মসূচিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের অনুপ্রবেশ করানো ঘটনা ঘটে। সেখানে মিছিলের সময় ছাত্রলীগের দলীয় সেস্নাগান দেয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর প্রেক্ষিতে মূলত এই নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিশাদ আহমেদ সাদ্দাম বলেন আটককৃত রায়হান কেন্দ্রীয় নেতাদের সামনে সাবেক ছাত্রলীগ কর্মী পরিচয় দেওয়াই এবং কলেজ ক্যাম্পাসে জয় বাংলা স্স্নোগান দেয়। উপজেলা ছাত্র দলের আহবায়ক আলমগীর হোসেন রকি বলেন বহিরাগত লোকজন গন্ডগোল করেছে এ বিষয়ে আমি কোনো কিছু জানি না।
এ ব্যাপারে উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ বলেন, বঙ্গবন্ধু সরকারি কলেজের ছাত্রদলের ক্যাম্পের লিফলেট বিতরণ ও ক্যাম্পেইনের সময় রায়হান নামের এক ছেলে জয় বাংলা স্স্নোগান দেওয়াই তাকে আটক করা হয়। রায়হান সাবেক ছাত্রলীগ কর্মী থাকার প্রমাণ পাওয়াই তাকে পুলিশের সোপর্দ করা হয় এবং উপজেলা ছাত্রদলের লিফলেট বিতরণ ও ক্যাম্পেইনে অংশগ্রহণ করায় তিনজনকে কারণ দশানোর নোটিশ দেওয়া হয়।