কক্সবাজারের উখিয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিতা-পুত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার মোজাম্মেল হকের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে বলে আহত পরিবারের সদস্যরা জানান।
গত বুধবার উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছোয়াংখালীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শামসুল আলম ও তার দুই ছেলে শহিদুল ইসলাম ও রফিক গুরুতর আহত হয়েছেন। তাদের প্রথমে উখিয়া হাসপাতালে পরবর্তীতে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়। শহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।
আহত রফিক জানান, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাবেক মেম্বার মোজাম্মেল হক, ইমাম শরীফ ও আহমদ শরীফের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর ন্যক্কারজনকভাবে হামলা চালায়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান, ঘটনার বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।