'স্বনির্ভর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হতে হবে'
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রূপসা (খুলনা) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতি গঠন করতে হবে। দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে শিক্ষার গুণগত মান এবং মানসম্মত শিক্ষা একান্ত দরকার। দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থায় পাসের হার প্রতি বছর বাড়লেও শিক্ষার্থীর মেধা সঠিকভাবে বিকশিত হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে দেশের ও সমাজের অনেকেরই।
বৃহস্পতিবার খুলনার রূপসা উপজেলার আলাইপুর কলেজের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ শিকদারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু, আব্দুর রশিদ শেখ, মোলস্না খায়রুল ইসলাম, এনামুল হক সজল।
আলাইপুর কলেজের সভাপতি শামীম মোহাম্মদ শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোলস্না সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মলিস্নক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু প্রমুখ।