জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি বাউবি'র বিবিএ প্রোগ্রামের ফল প্রকাশ
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি প্রথম পর্ব (২০২৪-২৫), পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন জার্নালিজম (২০২৪-২৫), পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২৪-২৫), এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৩-২৪) ও এমবিএ ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজী (২০২৩-২৪) কোর্সসমূহে অনলাইন ভর্তি কার্যক্রম ২ ডিসেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ভর্তি বিষয়ক ওয়েবসাইট (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং) থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২০ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে শুরু হবে।
এছাড়া পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন স্পোর্টস সায়েন্স (২০২৩-২৪), পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন ফটোগ্রাফী (২০২৪-২৫), পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন মিউজিক (২০২৩-২৪), পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন থিয়েটার স্টাডিজ (২০২৪-২৫), মাস্টার্স ইন অ্যাপস্নাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট (২০২৩-২৪), পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন ফায়ার সায়েল এন্ড টেকনোলজি (২০২৪-২৫), পোস্ট গ্রাজুয়েট ডিপেস্নামা ইন স্পোর্টস কোচিং (২০২৪-২৫) ও মাস্টার্স ১ম পর্ব:গণমাধ্যম ও সাংবাদিকতা (২০২৪) কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন না। তাদের উপরোক্ত সময়ের মধ্যে সরাসরি যোগাযোগ করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং) চৎড়ংঢ়বপঃঁং/ওসঢ়ড়ৎঃধহঃ ঘড়ঃরপব অপশন থেকে জানা যাবে।
এদিকে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেস পরিচালিত বিবিএ প্রোগ্রাম ২১২ টার্মের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম লেভেল পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।
বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন পাইক জানান, এই ফলাফল বাউবির ওয়েবসাইট থেকে জানা যাবে।