বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্প জয় করেছেন গাজীপুরের শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের প্রভাষক পারভেজ আহমেদ। বৃহস্পতিবার সকালে কলেজটির শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে ওই প্রভাষককে সংবর্ধনা দেন কলেজ কর্তৃপক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন- আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খোকন সরকার, কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক আলফাজ সরকারসহ সব শিক্ষক।
জানা যায়, বাংলাদেশ থেকে ৬ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছান প্রভাষক পারভেজ আহমেদ। সেখান থেকে ৭ নভেম্বর মাউন্ট এভারেস্টের যাত্রা শুরু করেন। ১৭ নভেম্বর টানা ১০ দিনের চেষ্টায় মাউন্ট এভারেস্টের ১৭ হাজার ৫৯৮ ফিট উচ্চতায় অবস্থিত বেসক্যাম্প পৌঁছেন তিনি। সে সময় বাংলাদেশ সময় বেলা ১১টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। এরপর সেখান থেকে ১৯ নভেম্বর আমা-দাবালাম বেস ক্যাম্প পৌঁছান।
প্রভাষক পারভেজ আহমেদ যায়যায়দিনকে বলেন, 'অনেক স্বপ্ন ছিল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শের। সে স্বপ্নের কাছাকাছি এসেছি। এখন বাকিটার জন্য চিন্তা মাথায় রেখে এগিয়ে যাচ্ছি। সবার দোয়া চাই।'