চন্দনাইশে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
দুই জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি
প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় ঠাকুরগাঁওয়ে দুই ব্যবসায়ী ও নীলফামারীর সৈয়দপুরে দুইজনসহ চারজন নিহত হয়েছে। এদিকে, চট্টগ্রামের চন্দনাইশে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ এবং আব্দুল খালেক নামে দুই ভুট্টা ব্যবসায়ীর মৃতু্য হয়েছে।
গত বুধবার রাতে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে আর আব্দুল খালেকের বাড়িও একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, জেলার পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে মোটর সাইকেল ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা হারুন অর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে হারুন মারা যান। অন্যদিকে, আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃতু্য হয়।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে গত বুধবার পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কালার ভিটার লংকা পাড়া এলাকায় মাটি বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে আব্দুলস্নাহ (৬) নামে এক শিশু নিহত হয়। নিহত আব্দুলস্নাহ একই এলাকার সোহেল ইসলামের ছেলে। পুলিশ জানায়, উলেস্নখিত সময় ওই এলাকায় রাস্তার পাশে শিশু আব্দুলস্নাহ খেলা করার সময় ট্রলি চালক জমিতে মাটি ফেলে রাস্তায় ওঠার সময় পেছনে থাকা শিশু আব্দুলস্নাহকে চাপা দেয়। স্থানীয়রা আব্দুলস্নাহকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একইদিন সকাল ৯টার দিকে সৈয়দপুরে বাইপাস সড়কের ধলাগাছ এলাকার আহমেদ পস্নাইউড কারখানার সামনের সড়কে পিকআপ চাপায় শামসুল হক (৬৫) নামে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। তার বাড়ি সৈয়দপুর শহরের ইসলামবাগে।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের বিদু্যৎ কন্ট্রোল রুম থেকে মোহাম্মদ আজগর হোসেন (৩০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজগর চন্দনাইশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিজ্জির দোকান এলাকার মোহাম্মদ নবী আলম প্রকাশ লেদু'র ছেলে। বুধবার বিকেলে স্থানীয় কিছু যুবক কলেজের বিদু্যৎ কন্ট্রোল রুমের পাশে দুর্গন্ধ পেয়ে কলেজ কর্তৃপক্ষকে জানায়। পরবর্তীতে কলেজের দপ্তরি বিদু্যৎ কন্ট্রোল রুমের দরজা খুলে যুবকের লাশ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।