বৃহস্পতিবার বাদ ফজর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে বগুড়া জেলার ধুনট উপজেলায় তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯তম এ ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমার আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবীর জানান, প্রতি বছরের ন্যায় ঢাকার কাকরাইল মসজিদের তত্ত্বাবধায়নে ৪৯তম এ আঞ্চলিক বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই থাইল্যান্ড ও আরব জামাত ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছে। এছাড়া আরব দেশ থেকে আরও কয়েকটি জামাত আসছে। ইজতেমায় ধর্মপ্রাণ মুসলিস্নরা তিন দিন অবস্থান করে আলস্নাহর ইবাদত পালন করবেন। আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।
ইজতেমার আয়োজক কমিটির অন্যতম সদস্য ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জন বলেন, ইজতেমা শুরুর ৭ দিন আগে থেকেই প্রস্তুতি শেষ হয়েছে। মুসলিস্নদের নিরাপত্তা দিতে স্বেচ্ছাসেবীরা নিয়োজিত রয়েছেন। ইজতেমা ময়দান পরিদর্শনকালে ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন বলেন, ইজতেমা ময়দানে মুসলিস্নদের নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করছেন। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, ইজতেমা ময়দানে দেশি-বিদেশি মুসলিস্নদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, ইজতেমা ময়দানে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে এবং সব সময় খোঁজ খবর নেওয়া হচ্ছে।