বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিলস্নার দাউদকান্দিতে সন্ত্রাসমুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ -যাযাদি

কুমিলস্নার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। যার ফলে মহাসড়কের ৫ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদে বরকোটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। খবর পেয়ে যৌথবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, তাদের দাবি শোনেন, পরে তাদের আশ্বস্ত করা হলে এক ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বলেন, বরকোটা স্কুল অ্যান্ড কলেজে সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি ও দালালমুক্ত করার দাবিতে আমরা সড়কে নেমেছি। বিক্ষোভকারীদের মধ্যে কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাব্বির আহাম্মেদ শুভ ও জুবায়ের বলেন, বিএনপি নেতা রুহুল আমিন কলেজে গিয়ে শিক্ষার্থীদের হুমকি দেন। বিভিন্ন অনিয়ম করেন। কলেজের লাইব্রেরি দখল করেন। তাকে আইনের আওতায় আনা হোক। কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জিহাদ ভূঁইয়া, ফয়সাল ও মিনহাজ বলেন, 'আমরা সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই। আমরা লেখাপড়ার সুন্দর পরিবেশ চাই।'

দাউদকান্দি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুর আমিন বলেন, 'আমাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে চক্রান্ত করা হয়েছে। আমি কোনো লাইব্রেরি দখল করিনি। এটা আমাদের ছিল, আমরা নিয়মিত ভাড়ার টাকাও দিয়ে আসছি।'

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ বলেন, 'সড়ক অবরোধ হয়েছে- এমন খবর পেয়ে দ্রম্নত ঘটনাস্থলে আসি। অবরোধের ফলে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয়। পরে, অবরোধ তুলে নিলে হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে।'

দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, 'আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আশ্বস্ত করেছি। কলেজে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকান্ড চলতে দেওয়া হবে না। পরে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।'

দাউদকান্দি ইউএনও নাঈমা ইসলাম বলেন, 'বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। আমরা তাদের আশ্বস্ত করেছি, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রুহুল আমিন নামের এক বিএনপি নেতার নাম এসেছে। আমরা এ ব্যাপারে বিএনপির স্থানীয় সিনিয়র নেতাদের অবহিত করব। ওই ব্যক্তির নামে লিখিত অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে