বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
৬ জেলায় আরও আটক ১৪

নেত্রকোনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
নেত্রকোনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার
নেত্রকোনায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

নেত্রকোনা জেলা শহরের পশ্চিম মালনী গ্রামে ওয়াজ মাহফিলে কথা কাটাকাটির জের ধরে গুরুতর জখম করার দায়ে এলাকাবাসী কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করে সেনাবাহিনীর কাছে প্রেরই করেছেন। এছাড়াও বিভিন্ন অপরাধে সন্দ্বীপ চট্টগ্রাম, নারায়ণগঞ্জের আড়াইহাজার, নীলফামারীর ডোমার, টাঙ্গাইলের ঘাটাইল, মানিকগঞ্জের হরিরামপুর ও পাবনার ঈশ্বরদীতে ১৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা শহরের পশ্চিম মালনী গ্রামে বুধবার রাত ৮টার দিকে একটি ওয়াজ মাহফিলে কথা কাটাকাটির জের ধরে ৩৫-৪০ জন কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়ে মো. দয়ালকে (২০) গুরুতর জখম করেছে। এলাকাবাসী দেশীয় অস্ত্রসহ হামলাকারী কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করে নেত্রকোনা সেনাবাহিনীর কাছে প্রেরণ করেছেন। কিশোর গ্যাংয়ের সদস্য হলো- মো. ফাহিম, আহানাফ মো. প্রিলন, মুনতাসির আহমেদ সিয়াম ও হামিন দিগন্ত মাহতাবকে আটক করে সেনাক্যাম্পে খবর দেয়। সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থল থেকে আটকদের ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে রাত ১০টার দিকে আটকদের মডেল থানার এসআই আবু তাহের খানের নিকট হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি ও 'সুচিন্তা বাংলাদেশ' ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরের বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দেবাশীষ পাল দেবু চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। অপরদিকে, বিস্ফোরক মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের একান্ত সহযোগী মো. তারেককে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোড়ে নগরের চান্দগাঁওয়ের বেপারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. তারেক চান্দগাঁও থানার বেপারী পাড়ার আব্দুর রহমান সওয়াদাগর বাড়ির মৃত মো. ইউসুফের ছেলে।

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সন্দ্বীপে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মগধরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড নোয়াহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক হলো- আল আমিন প্রকাশ হালিম (২৪), ও মো. জুয়েল (৩৬) তাদের একজন পৌরসভা ৬নং ওয়ার্ড অন্যজন সারিকাইত ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামি এবং অপর একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্ত এক আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতের বিভিন্ন সময়ে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো- উপজেলার বিশ নন্দী ইউনিয়নের চালারচর গ্রামের মৃত বুদ্দার ছেলে হাসিম (৫০) ও ইমন (২৫)।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে ১০০ বোতল ফেনসিডিলসহ দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পিও (পার্সোনাল অফিসার) দীপঙ্কর রায় মিঠু এবং তার সঙ্গী মনছুর আলীকে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ডোমার থানার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে। দীপংকর রায় মিঠু দেবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাহাপাড়া গ্রামের মন্মথনাথ রায়ের ছেলে এবং মনছুর আলী ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মৃত অলিয়ার রহমানের ছেলে।

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে ৪শ' পিস ইয়াবাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ছাত্র প্রতিনিধিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বীর ঘাটাইল সাগরিকা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক হলো- ঘাটাইল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি কুশারিয়া গ্রামের মো. শাহ আলম (২৬) হাফিজের ছেলে, সাদমান মোহাম্মদ সাকি (২৪) ও কৈডলা গ্রামের সাবেক ইউপি মেম্বার বন্দে আলীর ছেলে মো. সিয়াম (২০)।

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসান ইমাম বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে বিএনপির অনুষ্ঠানে হামলার মামলায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ঈশ্বরদীতে পৃথক অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা এবং ৫শ' গ্রাম গাজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার মাজদিয়া মাদ্রাসা এলাকার চর ধাপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও পৌর এলাকার বটতলাস্থ সাংস্কৃতিক নিকেতনের পেছনে রেললাইনের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। ঈশ্বরদী উপজেলার মাজদিয়া স্কুলপাড়া এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে মো. রেজাউল করিম (৪০) এবং নাটোর জেলার লালপুর থানাধীন অর্জুনপুর এলাকার নান্নু প্রামাণিকের ছেলে মো. মুরাদ (২৮)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে