গাইবান্ধায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের্ যালি ও মানববন্ধন করেছেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব। এ ছাড়াও বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
গাইবান্ধা প্রতিনিধি জানান, অতি মুনাফালোভী ব্যবসায়ীদের কারসাজির কারণে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে গেছে। আলু, পেঁয়াজ ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাবের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার গাইবান্ধায়র্ যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের কাচারি বাজারস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ক্যাবের সভাপতি কে.এম রেজাউল হক, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, গাইবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক রজতকান্তি বর্মণ, খায়রুল ইসলাম, সমাজকর্মী সুজন প্রসাদ, রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি তাবারক হোসেন প্রমুখ।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, 'পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি' এই প্রতিপাদ্যকে সামনে করে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জলবায়ুর ঝুঁকিতে থাকা নারী শ্রমিকদের শোভন কাজের অধিকার এবং সামাজিক নিরাপত্তার জন্য ক্ষমতায়ন প্রকল্পের আওতায় এবং ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহায়তায় বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে মানববন্ধনে ছিলেন- উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, প্রকল্প কর্মকর্তা রুবেল আহমেদ, ফিল্ড ফ্যাসিলিটেটর রাজিব কুমার সাহা, ফিল্ড ফ্যাসিলিটেটর টুম্পা আক্তার মীম, উপজেলা মহিলা-বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার অপূর্ব কুমার ঘোষ, অফিস সহকারী খাদিজা খাতুন, জয়ীতা সোনিয়া আকার কারিমাসহ অন্যরা।