বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শন করলেন ঢাকা বিভাগীয় কমিশনার
মানিকগঞ্জের সিংগাইরে সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী -যাযাদি

মানিগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে দুটি ফুল গাছ রোপণ করেন। পরে সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বিনোদপুরে সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম (আনন্দ প্রিন্টার্স) পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, 'আমরা নতুন বই ছাপার কাজ দ্রম্নত শেষ করার চেষ্টা করছি। বইয়ের কাগজ মানসম্মত, নির্ভুল ও লেখা যেন স্পষ্ট হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আশা করছি আগামী বছরের জানুয়ারি মাসের শুরুতেই কোমলমতি শিশুদের হাতে নতুন বই পৌছে দিতে পারব।'

এ সময় জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোলস্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ, সহকারি কমিশনার (ভূমি) হাবিবুর রহমান, সহকারি পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) নাজমুল হাসান, ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, আনন্দ প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক রব্বানী জব্বার ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে