ঠাকুরগাঁওয়ে দুই দেশের সীমান্তে মিলনমেলা নিষিদ্ধ
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-হরিপুরের ঐতিহ্যবাহী পাথরকালীতে দুই দেশের মিলনমেলা আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) হওয়ার কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে এই মেলাসহ এই এলাকায় জনগণের সমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে রাণীশংকৈল উপজেলা প্রশাসন। জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলার চাপাসার তাজিগাঁও সীমান্তের নিভৃত গ্রামে টেংরিয়া গোবিন্দপুর কুলিক নদীর পাড়ে প্রতি বছর এ ঐতিহ্যবাহী পাথরকালীর মেলাটি অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তে তারকাঁটার দুই পাশে দু'দেশের আত্মীয় স্বজনদের সাক্ষাৎ করার জন্য ওই এলাকাটিতে প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী-পুরুষের উপস্থিতি হয়। সেখানে হাজার হাজার নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে। ওই স্থানে বিশৃঙ্খলা, মারামারিসহ বিভিন্ন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে মর্মে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। ঘোষণায় বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৬ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পাথরকালী মিলনমেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ কারণে ওইদিন কাউকে ভারত বাংলাদেশ সীমান্তে না যাওয়ার জন্য অনুরোধ করা হলো।