দেশে এক দিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩১৪ জনে। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ গেছে আরও ৫ জনের। এ নিয়ে চলতি বছর মোট ৫০৯ জনের মৃতু্য হলো।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২২৫ জন, ঢাকা বিভাগে ১৩২ জন, ময়মনসিংহে ২২ জন, চট্টগ্রামে ৬১ জন, খুলনায় ৭৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৫৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার যে ৫ জন মারা গেছেন তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন করে চারজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃতু্য হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯১ হাজার ৩৭৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৪৩১ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৭৩ জন; আর ১৪৫৮ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৬ হাজার ৬৫৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ৬৬০ জন।
চলতি বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছেন অক্টোবর মাসে। ওই মাসে ১৩৫ জনের মৃতু্য হয়েছিল। তবে এক মাসে সবচেয়ে বেশি ১৭৩ জনের মৃতু্য হয়েছে নভেম্বরে। ওই মাসে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডিসেম্বরের প্রথম চার দিনে ২৮৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃতু্য হয়েছে ২১ জনের।