সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
প্রতিনিধি
চিকিৎসা ক্যাম্প
ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা অলি আহমদ চৌধুরী ফোরকানিয়া ও হেফজ খানা মাদরাসার মাঠ প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের চিকিৎসক আরফাতুল ইসলাম, মেহেদী হাসান, মুহাম্মদ ফয়সাল, বিএনপি নেতা সাদুর রশিদ সিকদার, মো. ইউসুফ, আব্দুল আলিম প্রমুখ।
প্রস্তুতিমূলক সভা
ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন থানার অফিসার ইনচার্জ মো. কাউসার আলম, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামের আমির শামসুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব উদ্দিন।
জার্সি উন্মোচন
ম ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
ঈদগাহ প্রিমিয়ার লিগ ক্রিকেট এর জন্য জার্সি উন্মোচন করেছে মানবিক ফাউন্ডেশন। মঙ্গলবার রাতে বাজরের একটি হলরুমে জার্সি উন্মোচন করা হয়। মানবিক ফাউন্ডেশনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক হাদির সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ. প্রতিষ্ঠাতা পরিচালক কায়সার হামিদ, সাংবাদিক আব্দুর রশিদ মানিক, উপদেষ্টা এড. মোবারক সাঈদ, নাসির উদ্দীন, নুরুল হুদা, তারেকুল ইসলাম, মনসুর আলম, ইয়েস বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক তারেকুর রহমানসহ অনেকে। ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের জার্সি স্পন্সর করেছে রিফাত এন্ড ব্রাদার্স সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজ।
সাধারণ সভা
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ২০২৩-২০২৪ আর্থিক বছরের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিসিএমসিএল'র ঢাকাস্থ লিয়াজো অফিস বোর্ড রুমে সভায় বিসিএমসিএল'র শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন জনেন্দ্র নাথ সরকার, চেয়ারম্যান, পেট্রোবাংলা, মো. আলতাফ হোসেন, পরিচালক (প্রশাসন), পেট্রোবাংলা, এ কে এম মিজানুর রহমান, পরিচালক (অর্থ), পেট্রোবাংলা, প্রকৌশলী মো. কামরুজ্জামান খান, পরিচালক (অপারেশন এন্ড মাইন্স), পেট্রোবাংলা, মো. আব্দুল মান্নান পাটওয়ারী, পরিচালক (পরিকল্পনা), পেট্রোবাংলা ও রুচিরা ইসলাম, সচিব, পেট্রোবাংলা। এ সময় বিসিএমসিএল'র বোর্ড পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ফারজানা মমতাজ, সচিব, বিদু্যৎ বিভাগ ও চেয়ারম্যান বিসিএমসিএল বোর্ড, ড. বদরুল ইসলাম, অধ্যাপক, ভূ-তত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ছাগল বিতরণ
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এগুলো বিতরণ করেন ইউএনও মো. আরিফ আদনান। এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটো, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ফিল্ড সুপার ভাইজার রেজাউল করিম শাহ্সহ সুবিধাভোগীরা।
মতবিনিময় সভা
ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। বুধবার সকালে উপজেলা মিলনায়তনের হলরুমে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, সদর ইউপি চেয়ারম্যান মো. দুধু মিয়া, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিন্দুর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন, যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।
ধান সংগ্রহ
ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ আমন চাল ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রাণী পন্ডিত ও খাদ্য গুদাম কর্মকর্তা গুলশানা খাতুন।
উলেস্নখ্য, চলতি আমন মৌসুমে ২৭১ মেট্রিক টন চাল ও ৯৮৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
প্রশিক্ষণ প্রদান
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে উত্তম কৃষিচর্চা নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টী চন্দ্র রায়, জেলা প্রশিক্ষণ অফিসার (কৃষি) মোশাররফ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (শষ্য) আনিসুজ্জামান খান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সেলিম রেজা, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ অন্যরা।
মতবিনিময় সভা
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুনের সঙ্গে সুধীজন ও সামাজিক সংগঠনের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুজন সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি মির্জা মহীউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সুজনের সহ-সভাপতি শাহ্ আলম প্রামাণিক, অধ্যাপক আখতার হোসেন খান, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান তরফদার।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অরফ্যান স্পন্সরশিপ প্রোগ্রামের ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতীশ কুমার তরফদার। এতে সভাপতিত্ব করেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ফিল্ড অফিসের ব্যবস্থাপক মো. জাকারিয়া। সাকিব হোসেন ও মনিকা খাতুনের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রিয়ন্তী দাস, ইফফাত আরা, রানা সেখ, মারিয়া আক্তার প্রমুখ।
বীজ বিতরণ
ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড ধানের বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি নওগাঁ জেলা প্রসাশক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।
বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর-১ আসনের আগামী সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। বুধবার সকালে স্বাস্থ্যকমপেস্নক্স অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ননি গোপাল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সাবেক আমির হাবিবুর রহমান, সদর ইউনিয়ন আমির মাওলানা খাইরুল বাশার, ডাক্তার হায়দার আলী, অপরদিকে সরকারি সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়ের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাবেরা সুলতানার সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সোহাগ হোসেনের সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক নাকির খানসহ বিদ্যালয়ের অন্য শিক্ষক ও কর্মকর্তারা।
নগদ অর্থ প্রদান
ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড কাল্ব-এর আয়োজনে বন্যা-পরবর্তী পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ রোডে শিক্ষক কাল্ব কার্যালয়ে ময়মনসিংহ ছ অঞ্চলের ডিরেক্টর সাইফুদ্দিন আহামেদ সবুজের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কাল্ব আতিকুলস্নাহ সরকার। বিশেষ অতিথি ছিলেন খ অঞ্চলের ডিরেক্টর ওয়াহেদ আলী, আবুল কাশেম, শিক্ষক মাছুদুর রহমান, উত্তরণ কাল্ব-এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
প্রস্তুতিমূলক সভা
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রবিউস সারোয়ার, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরেফিন, থানার (ওসি) মো. সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল বাকি, বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল কাদির, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান, সাধারণ সম্পাদক বসির উদ্দিন তুহিন।
মা সমাবেশ
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের
আয়োজনে শিক্ষার্থীদের মেধা বিকাশে মাদের ভূমিকা শীর্ষক এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মা সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আজিমুদ্দিন সরদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক নিরেন কুমার সরকার, সহকারী শিক্ষক আব্দুল আলীম, আসাদুজ্জামান চৌধুরী, ফজিলাতুননেছা,শুকতারা পারভিন, মর্জিনা খাতুন প্রমুখ।
প্রস্তুতি সভা
ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ ও মহান স্বাধীনতা দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও নাহিদা সুলতানার সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় যথাযোগ্য মর্যাদায় দিবস দুটি পালনে বিভিন্ন কর্মসূচির ওপর আলোচনা করা হয়।
চারা বিতরণ
ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার বরুড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সপ্তাহব্যাপী ১০ হাজার ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত বরুড়া উপজেলার আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। মরহুম আবু তাহের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আবু সায়েমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বরুড়া ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মাজহারুল ইসলাম লিটন, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. শাহ আলম বাবুল, শাহেরবানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম মজুমদার।
সভা অনুষ্ঠিত
ম গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক আয়োজনে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির কনফারেন্স রুমে দৌলতদিয়া বেসরকারি মুক্তি মহিলা সমিতি ও নেদারল্যান্ডের দাতা সংস্থা তেরে দাস হোমস এর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মো. রাকিবুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি।
প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাল্টিপারপাস হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড এমএ কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস শাকুর সাদী, মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, থানার (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ।
অভিভাবক সমাবেশ
ম শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে কলেজের উদ্যোগে অধ্যক্ষ মো. আবুল কালামের সভাপতিত্বে কলেজের আইসিটি বিভাগের প্রভাষক মো. শাহজামাল এবং পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক রত্না রাণী নাথের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাজির আহম্মেদ, মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি মো. আবুল বাসার, শোর সাক যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, শিক্ষানুরাগী মো. আলী হায়দার প্রমুখ।