চট্টগ্রাম নগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উলস্নাহর নেতৃত্বে সম্প্রতি ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনে হামলা-ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিএনপির সমাবেশে শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলের আগে সমাবেশে সভাপতির বক্তব্যে এরশাদ উলস্নাহর বলেন, 'ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের মতো হবে। কোনোভাবেই তাদের সঙ্গে আমাদের রাজা-প্রজার সম্পর্ক হতে পারে না।' মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উলস্নাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন।
আরও বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এমএ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন ও মঞ্জুরুল আলম মঞ্জু।