ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে গুরুতর আহত আতাউর রহমান নান্টুকে একটি ব্যাটারিচালিত অটোগাড়ি প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার নেত্রকোনার দুর্গাপুরে রাশিমণি স্মৃতিসৌধ চত্বরে বিএনপি'র পক্ষ থেকে অটোগাড়ির চাবি নান্টুর হাতে তুলে দেওয়া হয় নান্টু উপজেলার কুলস্নাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি।
অনুষ্ঠানে কুলস্নাগড়া ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক শাজাহান সরকারের সভাপতিত্বে ও সদস্যসচিব শাহ আলমের সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কেন্দ্রীয় বিএনপি'র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল নির্যাতিত নেতা নান্টুসহ উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সদস্যসচিব ও কুলস্নাগড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুরুল হক, পৌর বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি রোওশন আলী, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল করিম, উপজেলা বিএনপি'র সদস্য আব্দুল হেকিম, আব্দুল ছাওার, কুলস্নাগড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি বাচ্চু তালুকদার প্রমুখ।