হবিগঞ্জের মাধবপুরে গাড়ি থামিয়ে যাত্রীদের মালামাল লুটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত উপজেলার আন্দিউড়া চকদারবাড়ী-বুলস্না আঞ্চলিক সড়কের বরই গাছতলায় অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার, মোটর সাইকেল ও অন্যান্য মালামাল লুট করে ডাকাত দল।
বুলস্না ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহর লাল শাহাজী জানান, ডাকাত দলের কবলে পড়া প্রায় ৩০টি যানবাহনের বেশির ভাগ সিএনজিচালিত অটোরিকশা। এ সময় যাত্রী ও চালকদের কাছে থেকে মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেওয়া হয়েছে। এ সময় উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমিতা সূত্রধর, মিঠুন সূত্রধর, গৌতমপাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া ও ফজল মিয়া আহত হন।
স্থানীয়রা জানান, টানা প্রায় দেড় ঘণ্টা ডাকাত দল লোকজনকে মারধর করে মালামাল লুটে নিলেও পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়নি।
মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম সালিমুল হক বলেন, খবর পেয়ে ওসি আব্দুলস্না আল মামুনের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।