বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পরশুরামে বিএসএফের বিরুদ্ধে তরুণকে নির্যাতনের অভিযোগ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পরশুরামে বিএসএফের বিরুদ্ধে তরুণকে নির্যাতনের অভিযোগ

ফেনীর পরশুরামে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন (২০) নামের এক তরুণকে ধরে নিয়ে মারধর করে নির্যাতনের অভিযোগ করছে তার পরিবার। পৌর এলাকার বিলোনিয়া সীমান্তে বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মোহাম্মদ ইয়াসিন ভারতের একটি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। ইয়াসিন পৌর এলাকার বাউরখুমা গ্রামের মিজান মিয়ার ছেলে।

জানা যায়, ভোর সাড়ে পাঁচটায় ইয়াসিন বিলোনিয়ার ভারত সীমান্ত সংলগ্ন কাঁটাতারের পাশে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। এ সময় তাকে ব্যাপক মারধর করে। পরে বিএসএফ আহত ইয়াসিনকে বিলোনিয়া পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ প্রথমে বিলোনিয়া হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিলোনিয়ার পুলিশ শান্তিনগর সরকারি হাসপাতালে ভর্তি করলে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মোহাম্মদ ইয়াসিন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে সেখানকার নাগরিক তাকে আটক করে পুলিশের কাছে সপোর্দ করেছে।

বিজিবি ৪ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক নুরুল ইসলাম বলেন, বিষয়টি তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। প্রকৃত ঘটনা জানার পরে এ বিষয়ে বলা হবে এবং ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে