তিন জেলায় আত্মহত্যা ও পানিতে ডুবে শিশুসহ তিনজনের অপমৃতু্যর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঝিনাইদহের কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, রুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃতু্য ও পাবনার ভাঙ্গুড়ায় শয়নঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে নূর ইসলাম মোলস্না (৬৫) নামের একজন বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার ভাতঘরা গ্রামে বাড়ির পাশের একটি আম গাছের ডালে ফাঁস নেন। নূর ইসলাম ৫ সন্তানের জনক।
পারিবার ও এলাকাবাসী জানায়, নূর ইসলাম মোলস্না অভাব অনটনসহ জটিল রোগে ভুগছিলেন। দীর্ঘদিন ঢাকা শহরে রিকশা চালাতেন। গত কয়েক বছর আগে গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সর্বশেষ মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা বাড়ির পেছনের আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়।
কালীগঞ্জ থানা ওসি শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মৃতু্যর কারণ জানা যাবে।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় পানিতে ডুবে দুই বছরের শিশু আব্দুলস্নাহর মৃতু্য হয়েছে। বুধবার সকালে মিকশিমিল দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু আব্দুলস্নাহ মিকশিমিল গ্রামের এনামুল সরদারের ছেলে।
জানা যায়, শিশু আব্দুলস্নাহ খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ শিশুকে না দেখে পরিবার তাকে খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে তার বাবা পানিতে ভাসমান অবসস্থায় আব্দুলস্নাহকে উদ্ধার করে। দ্রম্নত ডুমুরিয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় শয়নঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রাম থেকে ওই মরদেহ উদ্ধার হয়েছে। তবে কি কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে তা জানা যায়নি। হাসি খাতুন (২৪) নামের ওই গৃহবধূ শাহানগর গ্রামের মো. আশরাফুলের স্ত্রী।
জানা যায়, ৫ বছর আগে চট্টগ্রাম জেলার বজলুর রহমানের মেয়ে হাসিকে বিয়ে করেন আশরাফুল আলম। তিনি বর্তমানে ঢাকায় একটি কোম্পানির সিকিউরিটি হিসাবে কর্মরত আছেন। হাসি ৩ বছরের কন্যা সন্তানকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গেই বসবাস করতেন। মঙ্গলবার দুপুরে হাসি মেয়েকে নিয়ে শয়নঘরে গিয়ে গলায় ফাঁস লাগান। এর কিছু সময় পর তার শিশু কন্যা দরজা খুললে ঝুলতে লাশ দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।