পঞ্চগড় চেম্বারের নতুন সভাপতি শরিফ হোসেন
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ হোসেন। বুধবার বিকেলে চেম্বার ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল নির্বাচনে বিজয়ী ১৭ জন পরিচালকের মধ্য হতে ৫ জনের নাম ঘোষণা করেন। অন্য চারজন হলেন সিনিয়র সহ সভাপতি আবু হিরন, সহ সভাপতি আব্দুস সামাদ পুলক ও খলিলুর রহমান এবং ট্রেজারার শফিউজ্জামান রুবেল পাটোয়ারী।
এর আগে ১৭ জন পরিচালকের মধ্যে ৫টি পদের জন্য ৫ জন তাদের মনোনয়ন পত্র ক্রয় ও দাখিল করেন। এ সব পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।
গত মঙ্গলবার দিনব্যাপী ১৭টি পরিচালক পদে পঞ্চগড় স্টেডিয়ামে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেন। এদের মধ্যে ব্যবসায়ী শরীফ হোসেনের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের ১৭ জন প্রার্থীর মধ্যে ১২ জন এবং এটিএম কামরুজ্জামান শাহানশাহর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলের ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হন।