বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

শিবপুরে প্রতিপক্ষের হামলায় চোখ হারাতে বসেছেন কৃষক

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শিবপুরে প্রতিপক্ষের হামলায় চোখ হারাতে বসেছেন কৃষক

নরসিংদীর শিবপুরে জমির আইল কাটা ও সীমানা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাসুম মিয়া নামে এক কৃষকের চোখ নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় আহত মাসুম মিয়া হারুন অর রশিদের ছেলে। বর্তমানে মাসুম মিয়া ঢাকা জাতীয় চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হারুন অর রশিদ জানান, জমিতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন প্রতিপক্ষরা। নিষেধ করলে আফজাল ও তার ছেলে সোয়েব মিয়া (২২) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে ও তার ছেলে মাসুম মিয়াকে মারপিট করেএ সময় তাদের এলোপাতাড়ি লাঠির আঘাতে মাসুমের ডান চোখ গুরুতর রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন মাসুমের বাবা হারুন অর রশিদ।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাঈন বলেন, 'অভিযোগ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে