'প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা'

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেছেন, 'প্রবাসীরা দেশের এক একজন রেমিটেন্স যোদ্ধা। তারা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশে পাঠান। তাদের পাঠানো অর্থে দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে।' 'প্রবাসীর কল্যাণ, মর্যাদা আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার' এ প্রতিপ্রাদ্যে মঙ্গলবার দুপুরে টিটিসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত 'নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক' সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াসউদ্দীন আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. লেহাজউদ্দিন। আরও বক্তব্য রাখেন চীফ ইনস্ট্রাক্টর এস এম সাদরুল কবীর, ইনস্ট্র্রাক্টর আসাদুজ্জামান, ইনস্ট্রাক্টর সৈয়দ শাকিল মোস্তফা।