টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী ওষুধ ছিটানো শুরু

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ড এরশাদনগর বস্তি এলাকার বিভিন্ন বস্নকে সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকাল থেকে ওষুধ ছিটানোর কাজ করছে টিডিপি-ডিআরআরএ গাজীপুরের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির উদ্যোগে টঙ্গীর এরশাদ নগর এলাকার ৮ টি বস্নকে ডেঙ্গু মশা প্রতিরোধে ওষুধ ছিটানো হয়। এ সময় উপস্থিত ছিলেন টিডিপি-ডিআরআরএ গাজীপুরের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান ভুইঁয়া, সফি উদ্দিন, নুরুল আমিন, ইউসুফ আলী খান, কামাল হোসেন, দেওয়ান সুলতানা আক্তার, আফরোজ আক্তার, সালমা আক্তার, সেলিনা আক্তার, নাজমা আক্তার, মিতা বর্মন, মাহবুবুর রহমান প্রমুখ। টিডিপি-ডিআরআরএ গাজীপুরের প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান ভুইঁয়া বলেন, 'গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ ওয়ার্ড টঙ্গীর এরশাদ নগর বস্তি এলাকায় দেশের বিভিন্ন জেলার গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের বসবাস, তাদের কথা চিন্তা করেই আমার এ উদ্যোগ।'