নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম.এ মুহাইমিন আল মাহিন মতবিনিময় করেছেন। গত মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোহরদী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল। পরে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদকর্মীরা মনোহরদী থানার ওসি জুয়েল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ, উপজেলা ভেটেনারী কর্মকর্তা ডা. শামীম আহমেদ, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা জাসেদুল ইসলামসহ অন্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপজেলা প্রেস ক্লাবের সাধারণ আজমেরী সুলতানা, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দীন বাদল, সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এমরুল ইসলাম, সদস্য মোয়াজ্জেম হোসেন প্রধান, অলি উলস্নাহ্, মাওলানা তৈয়বুর রহমান ফরায়েজী, জাকির হোসেন, ইব্রাহিম খলীল, হুমায়ুন কবীর, কাওসার মাহমূদ, লাকী আক্তার, মো. হিমেল, ইব্রাহিম মৃধা, পিংকী দাস, আল-ইমরান উপস্থিত ছিলেন।