নড়াইল সদরের গোবরা স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি। এ ঘটনায় চারজনকে আটক করা হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোবরা বাজার এলাকায় উজ্জ্বল শেখ ও নিউটন মোল্যা গ্রম্নপে আধিপত্য বিস্তার চলমান। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বুধবার সকালে প্রতিপক্ষকে ঘায়েল করতে চার রাউন্ড গুলি ছোড়া হয়। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী পুরো এলাকায় তলস্নাশি চালিয়ে রিপন শেখ ও সাগর শেখ নামে দুজনসহ চারজনকে আটক করে। এলাকায় উভয়পক্ষের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।
সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, 'ঘটনাস্থলে পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।'