গোপালগঞ্জে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
নাম সর্বস্ব সংগঠন বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে গোপালগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জেলা শাখার নেতারা। বুধবার সকাল ১১টায় সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অমিও সরকার ও সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম। সংবাদ সম্মেলনে টুঙ্গিপাড়া উপজেলা কমিটির সভাপতি স্বপন সেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কোটালীপাড়া উপজেলা কমিটির সভাপতি পরিমল বাড়ৈ, সাধারণ সম্পাদক হীরেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তারা বলেন, নিয়ম বহির্ভূতভাবে সংগঠনের নামে ফান্ড গঠনের জন্য চাঁদা তোলেন কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি হাসান জামান। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে হাসান জামান তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ তুলে নিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজার কাছে সুপারিশ করেন। বহিষ্কারাদেশ তুলে না নেওয়ায় ক্ষিপ্ত হয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।