৫ জেলায় সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত
নকলায় ট্রাকচাপায় নাতি নিহতের পর ঢামেকে নেওয়ার পথে নারীরও মৃতু্য
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
শেরপুরের নকলায় ট্রাক চাপায় নাতি নিহতের পর ঢামেকে নেওয়ার পথে মারা গেলেন নানীও। এদিকে, গাজীপুরের শ্রীপুর, ফরিদপুরের সদরপুর, রাজশাহীর পুঠিয়া, নীলফামারীর সৈয়দপুর ও ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ আরও পাঁচজন নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় মালবাহী ড্রাম ট্রাক চাপায় দুই বছর বয়সী শিশু তাকরিম নিহতের পর আহত নানী সুন্দরী বেগমকে ঢামেকে নেওয়ার পথে তিনিও মারা গেছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ধুকুরিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে। তাকরিম ওই এলাকার রেফাজ উদ্দিনের ছেলে ও নানী সুন্দরী বেগম (৬০) কফিল উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ওসি হাবিবুর রহমান।
জানা যায়, উপজেলার পৌরসভাধীন ধুকুরিয়া এলাকায় বিকাল সোয়া ৪টায় নকলা-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে রাস্তার পাশ দিয়ে সুন্দরী বেগম তার নাতি তাকরিমকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে পেছন থেকে মালবাহী ড্রাম ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় শিশু তাকরিম। স্থানীয়রা আহত অবস্থায় সুন্দরী বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংখাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর সুন্দরী বেগমের অবস্থা আরও অবনিত হয়। তাই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তিনি মারা যান।
নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ড্রাম ট্রাক আটক করেছি ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীর রয়েছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে খেজুরের রস খেতে গিয়ে দুই মোটর সাইকেলের সংঘর্ষে সাব্বির হোসেন নামের এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার সকালে জেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির (১৫) শ্রীপুর উপজেলার বেকাসাহরা গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত অন্যজনের পরিচয় জানা সম্ভব হয়নি।
নিহতের মামা বাদল মিয়া বলেন, সকালে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে খেজুর রস খেতে সাইটালিয়ার দিকে যায় সাব্বির। টেংরা সাইটালিয়া আঞ্চলিক সড়কে যাওয়া মাত্রই অন্য একটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সাব্বির সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদিন মন্ডল বলেন, বিষয়টি কেউ থানায় জানায়নি। তথ্য পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাবেন।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদু্যৎ খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে আশরাফুল আলম আশিক (২৩) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে ফরিদপুর-পিয়াজখালী আঞ্চলিক সড়কের উপজেলা সদরে ২নং উপজেলা পরিষদ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী বলাই হোসেন বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিদু্যৎ খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় আশংঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। আশিক সদরপুর ইউনিয়নের দশহাজার গ্রামের ফজলুর রশিদের ছেলে।
সদরপুর থানার ওসি মোতালেব হোসেন জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানের যাত্রী একজন মহিলা নিহত ও ভ্যান চালক আহতের ঘটনা ঘটেছে। বুধবার সকালে পুঠিয়ার কৃষ্ণপুর গোপালহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম (৪৫) চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার মো. বাচ্চুর স্ত্রী।
পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী বিআরটিসি বাসটি ওই এলাকায় এসে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে নিয়ে রাস্তার পাশে আম গাছের সঙ্গে বাসটি আটকে যায়। এ সময় ভ্যানের যাত্রী মাজেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের চাপায় শামসুল হক (৬৫) নামে এক ব্যক্তির মৃতু্য হয়েছে। বুধবার সকালে বাইপাস সড়কের ধলাগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শামসুল হকের বাড়ি সৈয়দপুর শহরের ইসলামবাগে।
এলাকাবাসী জানান, সৈয়দপুর বাইপাস সড়কে অবস্থিত আহমেদ পস্নাইউড কারখানায় নৈশপ্রহরীর কাজ করতেন শামসুল। রাতের ডিউটি শেষ করে সকালে রাস্তা পার হওয়ার সময় সৈয়দপুরগামী একটি পিকআপ তাকে ঢাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মতু্য হয়। সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ফাহিম আহাম্মদ জিদান (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাতে গফরগাঁও-ভালুকা সড়কের কৃষ্টপুর এলাকায়। নিহত পুলিশ সদস্য পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার মহেশকুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ফাহিম ঢাকা ডিএমপির ভাটারা থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি যাওয়ার পথে ওই এলাকায় অটোরিকশা উল্টে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় অটো চালকসহ ৩ জন আহত হয়েছে।