বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বেরোবিতে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের নেতৃত্বে গাজী আজম-সাকিব

বেরোবি প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বেরোবিতে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের নেতৃত্বে গাজী আজম-সাকিব
গাজী আজম হোসেন সাকিব সরকার

ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখায় দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি গাজী আজম হোসেনকে সভাপতি ও নিউজ সারাক্ষণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাকিব সরকারকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২৫ কার্যকরী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার সংগঠনটির কেন্দ্রীয় শাখার সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো হেলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আল হুমাইরা জান্নাতি ঐশি, কোষাধ্যক্ষ মো. সুলাইমান, সাংগঠনিক সম্পাদক খাদেমুল সরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম কব্য, প্রশিক্ষণ ও দপ্তর সম্পাদক রিফাত ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মিনহাজুর রহমান মেহেদী, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুলস্নাহ মাসুম, কার্যনির্বাহী সদস্য মুনিরা আঞ্জুম রুমালী, আনিকা তাসকিন ও সোহানুর রহমান।

প্রসঙ্গত, ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) বাংলাদেশে কর্মরত সব জাতীয় দৈনিক ও সাপ্তাহিক সংবাদপত্র, বার্তা সংস্থা, দেশি-বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্টার ও সাব-এডিটরদের নিয়ে তরুণ সাংবাদিকদের সংগঠন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে