বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাঁশখালীতে বিএনপি'র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বাঁশখালীতে বিএনপি'র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
চট্টগ্রামের বাঁশখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা -যাযাদি

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা অলি আহমদ চৌধুরী ফোরকানিয়া ও হেফজ খানা মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা দেওয়া হয়। ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাথরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। এতে ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের চিকিৎসক আরফাতুল ইসলাম, মেহেদী হাসান, মুহাম্মদ ফয়সাল, বিএনপি নেতা সাদুর রশিদ সিকদার, মো. ইউসুফ, আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে সকাল থেকেই বাগমারা অলি আহমদ চৌধুরী ফোরকানিয়া ও হেফজ খানা মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে ভিড় করতে থাকেন শত শত সেবাপ্রার্থী। এতে চোখের নানা সমস্যা নিয়ে প্রায় এক হাজারও বেশি রোগী রেজিস্ট্রেশন করে চিকিৎসা সেবা নেন। এ সময় এমন আয়োজনে খুশি হয়ে বিএনপি নেতা মো. শাহজাহান চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সাধারণ মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে