'পিতার ভিটে-মাটি থেকে সন্তানদের বেআইনিভাবে উচ্ছেদ করতে চায় প্রভাবশালী একটি মহল। বিষয়টি নিয়ে আদালতে মামলা করার পর থেকে ভয়ভীতি দেখাচ্ছে। এরপর থেকে বাড়িতে ফিরতে পারছে না আমার সন্তান। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।'
বুধবার দুপুরে গাজীপুর রাজেন্দ্রপুর এলাকায় সংবাদ সম্মেলনে এসব বলেন বানেছা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা।
বানেছা খাতুন বলেন, 'আমি সাবেক মহিলা ইউপি সদস্য ছিলাম। গাজীপুর সদরের শিশিরচালায় আমার স্বামীর ভিটায় সন্তানরা বসবাস করে।
তবে এলাকায় হারেস আলী এবং ইসলাম উদ্দিন ক্ষমতা দেখিয়ে আমাদের বসতবাড়ি ও দোকান এবং জমি হতে বেআইনিভাবে উচ্ছেদ করার চেষ্টা করছে।
এ ঘটনায় আমার ছেলে আশরাফুল ইসলাম বাদী হয়ে গাজীপুর সিনিয়র সহকারী জজ প্রথম আদালত এ চিরস্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা মামলা করলে হারেস আলী এবং ইসলাম উদ্দিনসহ তাদের সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার ছেলের বসতবাড়ির আশপাশে লাঠিসোটা নিয়ে মহরা দেয়। আমার ছেলে প্রাণভয়ে তার বসতবাড়িতে যেতে পারছে না।'
এ বিষয়ে ভুক্তভোগী দেওয়া নম্বর ইসলাম উদ্দিনের সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।