ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুরের প্রতিবাদে নেত্রকোনা, দিনাজপুরের বিরল, ফেনীর পরশুরাম, বরগুনার বেতাগী এবং ময়মনসিংহের গফরগাঁওয়ে মশাল মিছিল, বিক্ষোভ ও সমাবেশ করেছেন খেলাফত যুব আন্দোলনের নেতারা, সাধারণ ছাত্র-জনতা, গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার নেত্রকোনা জানান, নেত্রকোনা খেলাফত যুব আন্দোলনের উদ্যোগে বুধবার জেলা শহরের বড় বাজারস্থ মুক্তিযোদ্ধা মার্কেট প্রাঙ্গণে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা খেলাফত যুব আন্দোলনের আহ্বায়ক মাওলানা আতাউলস্নাহ সাদীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাওলানা আবদুলস্নাহ আল মামুনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আব্দুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বারী, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা দিলোয়ার হোসেন সিদ্দিকী, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা সোলায়মান হাকিম, মাওলানা হযরত আলী, মুফতি মুসা, মাওলানা মুস্তাফা জেহাদী, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টুসাহা প্রমুখ।
বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরলে বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিরল পৌর শহরের তিন শহীদ চত্বর (বকুলতলা মোড়) হতে উপজেলার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি হিসেবে রেজওয়ান পারভেজ, হারুন অর রশিদ, আরিফ হোসেন, মেহেদি হাসান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ প্রমুখ।
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার রাতে মশাল মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে করেন নেতাকর্মীরা। সমাবেশে গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক শাহরিয়ার মনির সভাপতিত্বে ও মাহমুদুল হাসান মেহেদী সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক আব্দুর রহিম। আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ গফরগাঁও উপজেলা যুগ্ম সদস্য সচিব শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি শরিফ শেখ, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তরিকুজ্জামান রাতুল।
পরশুরাম (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর পরশুরামে বুধবার সকাল সাড়ে ১১টায় পরশুরামে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দরের সামনে জড়ো হয়ে সমাবেশ করে ফেনী জেলা ছাত্র-জনতা। এ সময় বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক মোহাইমিন তাজিম, মো. ওমর ফারুক, মোহাম্মদ শাওন, ফুলগাজীর সমন্বয়ক আব্দুর রহিম বাবু, সোহাগ, সৌরভ হোসেন, আজিজুলস্নাহ আহমদী, জাহাঙ্গীর আলম প্রমুখ।
\হবেতাগী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার বেতাগীতে বুধবার সকালে মোকামিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে পথসভায় বক্তব্য রাখেন মোকামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আনসার উদ্দিন, সহকারী অধ্যাপক নিজামুল ইসলাম, আরবি প্রভাষক সাইফুল ইসলাম ফুয়াদ, প্রভাষক আব্দুল আলিম ও শিক্ষার্থী মোহাম্মদ রিহানসহ অন্যান্যরা।
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, জাতীয় পতাকা অবমাননা, মসজিদ ভাঙচুর ও চট্টগ্রামের আইনজীবী আলিফকে হত্যার প্রতিবাদে নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা। এতে অংশ নেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সুবর্ণচরের উপজেলা শাখার নেতাকর্মীরা। বুধবার সকালে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে উপজেলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, 'আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা দেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।'
সমাবেশে হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোসাদ্দেকুল মাওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম সুবর্ণচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোবাসসিরুল বারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুদ্দিন সজিব, সিনিয়র নায়েবে আমির মুফতি ওমর ফারুক নায়েবে আমির মাওলানা ইসহাক আশ্রাফী প্রমুখ।